সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরির অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে
এ মানববন্ধনের আয়োজন করেন সচেতন সুনামগঞ্জবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, অ্যাড. এনাম আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরিসহ একের পর এক নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ বানিজ্য ও অনিয়ম করেই চলেছেন। তিনি শুরুতেই বিতর্কিত হয়েছেন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে না করে
গাজীপুর ও ঢাকায় করার পায়তাঁরা করছেন। একটি গোষ্ঠীর স্বার্থে তাদের পছন্দের লোক নিয়োগ দেয়ার জন্য ডেকে ডেকে ঢাকায় নেয়া হচ্ছে।
সুষ্টু তদন্তের মাধ্যমেই নিয়োগ বানিজ্যসহ নিময় বর্হিভূতভাবে নিয়োগের বিষয়ে ভিসিসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং ভিসির অপসারণ চেয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে ভিসিকে অপসারণ করতে হবে না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। সেইসাথে সকল নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জ জেলা সদরে নেয়ার জন্য আহ্বান জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন তারা।