সুন্দরবনে পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলি বনাঞ্চলে আবারো আগুন লেগেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে তিনবার আগুন লাগার ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসাগর ষ্টেশনের অন্তর্গত নাপিতখালী নামক স্থানে আজ বুধবার সকালে আগুন লাগে। যা দুপুরের দিকে লোকজনের নজরে আসলে বন কর্মীদের জানানো হয়
চাঁদপাইর ফরেস্ট রেঞ্জার গাজী মতিউর রহমান জানান, স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। রেঞ্জ অফিসার বেলায়েত হোসেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে কাছাকাছি পৌঁছেছেন বলে জানান। সাথে করে তিনি ফায়ার ব্রিগেডও নিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে স্থানীয় বনকর্মী ও জনগণ ফায়ার লাইন কেটে আগুন যাতে বৃদ্ধি না পায় তার চেষ্টা চালাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল এবং ১৭ এপ্রিল দু’দফা এবং গত ২৭ মার্চ আরেক দফা আগুন লাগে। এসব ঘটনায় বন বিভাগের অভিযোগ স্থানীয় কিছু লোক মাছ শিকারের জন্য এ আগুন লাগায়। সর্বশেষ ১৭ এপ্রিলের ঘটনায় পাঁচ জনকে আসামী করে বন আইনে মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছে।