সুন্দরবনের অভ্যন্তরে নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার সময়ে একজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনাকালীন সময়ে আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আসামিকে রবিবার (২৮ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত বাগেরহাট -১ এ সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্টার শেখ মোঃ আনিছুর রহমান।
ফরেস্টার শেখ মোঃ আনিছুর রহমান বলেন, শনিবার গভীর সুন্দরবনের সূর্যমুখী খালের কাছে টহল প্রদান কালে দুইটি ডিঙি নৌকায় মোট তিনজন লোককে দেখতে পাওয়া যায়। তাদের কাছে পৌঁছানো মাত্র দুইজন পালিয়ে যায় এবং খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার আরশাদ শেখের ছেলে মামুন শেখ (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছে এবং নৌকা দুটিতে অভিযান চালিয়ে এডনন রোটেনন পাউডার, রিপকর্ড, দা, কুড়াল, পাতিল, কড়াই, ককসেট ও বরফ সহ মাছ ধরার কাজে ব্যবহারিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তার সাথে থাকা পালিয়ে যাওয়া অপর দুজন হল বাগেরহাটের মংলার জয়মনির ঘোল এলাকার আলম শিকদারের ছেলে কামাল সিকদার এবং শুকুর শিকদার। আসামিরা বেআইনিভাবে সরকারি সংরক্ষিত সুন্দরবনের নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে বন আইন মোতাবেক শাস্তি পাওয়ার যোগ্য। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Please follow and like us: