২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সুন্দরবন সংলগ্ন নদ-নদী দখলমুক্ত বিষমুক্ত ও দূষণমুক্ত করার দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত।




সুন্দরবন সংলগ্ন নদ-নদী দখলমুক্ত বিষমুক্ত ও দূষণমুক্ত করার দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ১৯:৫৫ | 623 বার পঠিত

এক গবেষণায় দেখা গেছে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমতাবস্থায়, আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সংলগ্ন নদ-নদী দখলমুক্ত বিষমুক্ত ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহবায়ক পশুর রিভার ওয়াটার কিপার মোঃ নূর আলম শেখ।

অন্যান্যদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার সহ অনেকে। মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলার চিলা এলাকারবিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় “without rivers we cannot survive in this world” লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি এবং জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ এবং সুন্দরবন সংলগ্ন প্রবাহমান  নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে। নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে এই মুহুর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET