আব্দুর রহিম বাবলু,নাঙ্গলকোট প্রতিনিধি :
বাংলাদেশ সুপ্রিমকোর্ট’র রেজিষ্ট্রার এডভোকেট জাকির হোসেনের শশুর মো: আজাদ মিয়ার দাফন আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মনংচর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। উনি দীর্ঘদিন বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা মেট্টোপলিটন সেন্ট্রাল হসপিটালে গতকাল বুধবার বিকাল ৪ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ২ ছেলে ৪ কন্যাসহ নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে নুরুল ইসলাম পদ্মা ওয়েল কোম্পানীতে কর্মরত, ছোট ছেলে টুটুল এস্তোনিয়া ইউনির্ভাসিটিতে লেকচারাল হিসেবে কর্মরত, বড় মেয়ের স্বামী এডভোকেট জাকির হোসেন, মেঝু মেয়ের স্বামী সুপ্রিমকোর্টের আইনজীবী শাহজাহান, সেঝু মেয়ের স্বামী জেলা অডিট কর্মকর্তা, ছোট মেয়ের স্বামী মাইনুদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র প্রফেসর। আজাদ মিয়া ব্যক্তি জীবনে নাঙ্গলকোট উপজেলায় একজন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মরহুমের নিজ জায়গায়তে জানাযা অনুষ্ঠিত হয়, জানাযায় ইমামতি করেন মাওলানা আবদুল হামিদ। জানাযায় মরহুম আজাদ মিয়ার আত্মীয় স্বজন ও জামাতারা সহ উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, শাহ আলম চিশতী, নুরুল ইসলাম নুরু,ডা. মোস্তাফিজুর রহমান মানিক, মাস্টার আবুল খায়ের, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ ও এলাকার সামাজিক-রাজনৈতিক ব্যাক্তিবর্গ। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এডভোকেট এজেএম সালাহ উদ্দিন খন্দকার, নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাস্টার আবদুল করিম।