২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সূত্রাপুর থানায় হত্যার মামলায় হোমনায় শিক্ষক সহ চার ভাই গ্রেফতার

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৪, ২১:০৬ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা সূত্রাপুর থানায় দায়ের করা মামালায় শিক্ষকসহ চার ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদের নেতৃত্বে অভিযান চালিয়ে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকবর হোসেন ও তার তিন ভাই স্বপন জিয়া বাবুলকে গ্রেফতার করে হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই নিহত সাগর হত্যার ঘটনায় মো. বাছিরুল ইসলাম খান বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১২৫ জন নামীয় অজ্ঞাত ৮০০/৯০০ জনকে আসামী করে ঢাকার সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -৪, সেই মামলায় গ্রেফতার কৃত চার ভাই আকবর হোসেন, স্বপন, জিয়া, বাবুল যথাক্রমে ২০,২১,২২ ও ২৩ নম্বর আসামী।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) হোমনা উপজেলার  উপজেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী সেনা ক্যাম্পের গেইটের বাহিরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সহ সাধারণ জনগন বিক্ষোভ মিছিল সহ অবস্থান করেন। এ সময় তারা বলেন, আকবর হোসেন স্যার একজন জনপ্রিয় শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না। তবে তাদের ধারনা স্থানীয় এক ছাত্রদল নেতার পারিবারিক বিরোধের কারনে তার যোগসাজসে স্যারের পরিবার এ মিথ্যা মামলার আসামী হয়েছে। আমরা স্যার সহ তার ভাইদের মুক্তি দাবী করছি। এবং ষড়যন্ত্রের সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি ।
ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদ জানান, গ্রেফতারকৃতরা ঢাকার সূত্রাপুর থানায় সাগর হত্যা  মামলার আসামী। তাদের কে সূত্রাপুর থানায় প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET