
এইচ এম এনামুল হক নাবিদ:- স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে (২০ থেকে ২৫ মার্চ ২০১৮) ঘোষিত সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ(২২তাং) বৃহস্পতিবার উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের মৎস্য পল্লীতে জেলেদের নিয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজন করেছে জেলে সচেতন সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এগিয়ে যাবার ক্ষেত্রে জেলেদের রয়েছে অতুলনীয় ভূমিকা। দেশের অর্থনীতির বিরাট একটি অংশ এই মৎস্য বিভাগ। জেলেরা যদি মৎস্য আহরন সম্পর্কে যদি আরো সচেতন হয় তাহলে এই মৎস্য সম্পদ দেশ উন্নয়নের পথে আরো সমৃদ্ধ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পথে আমাদের অনেক ভূমিকা রাখতে হবে। এই জন্য প্রয়োজন জাটকা নিধন বন্ধ করা এবং মৎস্য আহরনে অবৈধ প্রন্থা অবলম্বন না করা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফিল্ড অফিসার জাহেদ আহমেদ,জেলে সর্দার বাবু মানিক দাশ ও সুনিল জলদাশ।
Please follow and like us: