
আশুলিয়া থেকে আবুল কাশেম – জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও সেভ দ্য টিলড্রেনের আমন্ত্রণে একটি যৌথ স্কুল পরিদর্শন ও মতবিনিময় সভা আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
২ অক্টোবর রোজ রবিবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে টঙ্গাবাড়ি এলাকায় আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় এসভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রস্তাবিত) মহাপরিচালক জনাব মোঃ আলমগীর ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষাতে সব চেয়ে বেশী এগিয়ে রয়েছেন। তিনি আরো বলেন ভালো শিক্ষার্থী হতে গেলে মনোযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশুনা করার জন্য শিক্ষকদের নিদের্শ দেন।
স্কুল পরিদর্শনে এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, আশুলিয়া দোসাইদ এ,কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, জাতীয় শ্রমীক লীগ আশুলিয়া আঞ্চলিক শাখা সভাপতি মোঃ ফারুক মাদবর, জাতীয় শ্রমীক লীগ আশুলিয়া থানা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদসহ উক্ত স্কুল প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্ত ।