

একবার নয় বারবার জালিয়াতির অভিযোগে সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিবকে গনধোলাই দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ১৩ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পরিষদের একটি কক্ষে। এলাকাবাসীর সাথে বার বার জালিয়াতি করে রেহাই পেলে ও এবার রেহাই পেলেন না সচিব আব্দুল হালিম। এক সময়ের ছাত্রদলের কর্মী দীর্ঘদিন যাবত এই ইউনিয়নের সচিব হয়ে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। অন্য ইউনিয়নে বদলি হলে ও ঘুরে আসে একই যায়গায়। জনগন বিভিন্ন সমস্যা নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে টাকা ছাড়া কাজ হয় না। টাকা দিলে ও সঠিক ভাবে কাজ করেনা। আচার ব্যবহারেও রয়েছে অনেক ত্রুটি। এলাকাবাসী এর আগে ও কয়েক বার তাকে মারধর করেছেন। কিন্তু তার নেই কোন পরিবর্তন। এলকাবাসী জানান, ৮নং আমিরাবাদ ইউনিয়নের অধিবাসী সামছুল হকের ছেলে শেখ আলম জন্ম সনদের বয়স বাড়ানোর জন্য ইউনিয়ন পরিষদে গেলে সচিব ২০ হাজার টাকা লাগবে বলে টাকা নেন। শেখ আলম তারিখ অনুযায়ী বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ থেকে সচিব আব্দুল হালিমের মনগড়া তৈরি জন্ম সনদ নিয়ে আসেন। মনগড়া তৈরি জন্ম সনদ এর সাথে অনলাইনের মিল খুজে পাওয়া যায়নি। অনলাইনে জন্ম সনদের মিল না থাকায় লোকজন নিয়ে সচিব কে গনধোলায় দেয়। এই বিষয়ে জানতে চাইলে সচিব আব্দুল হালিম জানান, শেখ আলম আমাকে কোন টাকা দেয় নাই। জন্ম সনদের বয়স বাড়ানো যাবেনা বলাতে আমার উপর হামলা চালিয়েছে।
Please follow and like us: