

চরছান্দিয়া গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যামে চরভৈরব হাজী তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের
উদ্বোধনী অনুষ্ঠানটি বোমাবাজী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্যাটেলাইট সংযোগের লাইন কেটে পন্ড করেছে একদল যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী। স্হানীয় নিরীহ লোকজন জানান এই ঘটনা ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারীরা করেছেন বলে জানান৷
ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাঁ বাজার নামক স্থানে ঘটে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ৬৭ লক্ষ টাকা ব্যায়ে চরভৈরব হাজী তোফায়েল আহাম্মদ বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন ধার্য্য ছিলো। সেই অনুযায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ভিডিও কনফারেন্সর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, অনুষ্ঠানে স্থানীয় স্বতন্ত্র সাংসদ ও ২০০৭ সালে জাতীয় সংসদ নির্বাচনে
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাজী রহিম উল্যাহ অংশগ্রহণ করবেন এমন সংবাদে ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী অনুষ্ঠান পন্ডের ষড়যন্ত্র করে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে চিহ্নিত কয়েকজন ছাত্রলীগ-যুবলীগ নেতার নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী বিদ্যালয়ের আশেপাশের এলাকায়
বোমাবাজী করে আতংক সৃষ্টির চেষ্টা চালায়।বিষয়টি জানতে পেরে মডেল থানার ওসি হুমায়ুন কবির ওই এলাকায়
বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে চরছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন আমাকে ফোন করে বলেন ভোটের দিনের মতো স্কুলে সন্ত্রাসীরা হামলা করবে আপনি স্কুল বন্ধ করে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে অনুষ্ঠান বন্দ করে দেন।চেয়ারম্যানের কথায় ভয় পেয়ে আমি স্কুল ছুটি ঘোষনা করলে ছাত্রছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করে। স্থানীয়রা জানান,
স্কুল ছুটির অল্প কিছুক্ষন পর স্থানীয় স্বতন্ত্র
সাংসদ রহিম উল্যাহ মডেল থানার ওসির পুলিশ প্রটোকলে স্কুলে প্রবেশ করে। ঠিক ওই সময়ে ভিডিও কনফারেন্সের স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করে
দেয় কয়েকজন ছাত্রলীগ কর্মি। এর কিছুক্ষণ পর বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেলেও সাংসদ রহিম উল্যাহ বিদ্যালয়ের শিক্ষক, বিপুল সংখ্যক এলাকাবাসী ও তার
সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীর উপস্থিতিতে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।সোনাগাজীর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী
কমিশনার(ভুমি) বির্ধুসী সম্বোধী চাকমা জানায়, যান্ত্রিক গোলযোগের কারনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অংশগ্রহন করা যায়নি।
প্রসঙ্গত গত কয়েক বছর যাবৎ স্থানীয় সাংসদ রহিম উল্যাহ সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মী ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সমর্থক আওয়ামী লীগ নেতা কমীদের
সাথে বিরোধ চলছে। তাদের বিরোধের কারনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান পন্ড হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এই ব্যাপারে মডেল থানার ওসি হুমায়ুন
কবির নয়াআলোকে জানান, বোমাবাজীর বিষয়টি আমার জানা নেই। তবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান পন্ডের সত্যতা নিচ্চিত করেন৷