
জহিরুলহক খাঁন (সজীব),সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-
সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের কাজির হাট সুইজ গেট সংলগ্ন বাগান বাজারে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিফটন।মঙ্গলবার(১১ই অক্টোবর) বিকালে ওই এলাকায় অবস্থিত ক্রীড়া ও যুব কল্যান পরিষদ এর সামনে নির্মিত এ শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।এ সময় ক্লিন ইমেজের দক্ষ সংগঠক এই নেতা বলেন, আমরা বাঙালী জাতী হিসেবে শহীদদের প্রতি রয়েছে আমাদের স্বশ্রদ্ধ সালাম এই ভাষা পেতে শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিলো ।শহীদদের স্মৃতিতে স্থাপিত হয়েছে শহীদ মিনার।প্রত্যকটি বাঙালি এই শহীদ মিনার কে শ্রদ্ধা করে থাকে ।বাংলাদেশে প্রত্যেক স্কুল, কলেজ, মাদ্রাসা-সহ বিভিন্ন্ সামাজিক ও সাংস্বকৃতিক ক্লাবে শহীদ মিনার স্থাপন জুরুরি।কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নেই। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের প্রয়োজন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরদরবেশ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ক্লাব সভাপতি মাইন উদ্দিন লিটনসহ স্থানীয় এলাকাবাসী।