
মোঃ জহিরুল হক খাঁন (সজীব)সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
দূর্বার গতিতে এগিয়ে যাবে দেশ,উন্নত হবে বাংলাদেশ৷ সোনাগাজী পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ৪নং ওয়ার্ডের দীর্ঘ দিনের অবহেলিত বাস স্ট্যান্ড থেকে কাস্মির বাজার সংযোগ (ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন) সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন। ২০১৬-১৭ অর্থ বছরে সোনাগাজী পৌরসভার অর্থায়নে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্য সড়কটি সংস্কার করা হবে। সোমবার বিকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঠিকাদার মোকসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ, আবু বক্কর, হেলাল উদ্দিন, আজগর হোসেন, দুলাল হোসেন, সবুজ হাজারী, মো. ইউছুফ, ব্যবসায়ী নাছির উদ্দিন এবং যুবলীগ নেতা শরীয়ত উল্যাহ আরিফ প্রমূখ। এসময় মোনাজাত পরিচালনা করেন, বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. ওমর ফারুক।