
প্রেস বিজ্ঞপ্তি:
তৃনমুলে কর্মরত সাংবাদিকদের সংগঠন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা অনুৃষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাপ্তাহিক গণবার্তার যুগ্ন-বার্তা সম্পাদক সম্পাদক আবদুল্লাহ রিয়েল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশের পত্রের সোনাগাজী প্রতিনিধি এস এন আবছার সোহাগ মনোনীত হয়েছেন ।
শনিবার(৮ ডিসেম্বর) সকালে সোনাগাজীতে অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি জাফর রুবেল (পূর্বপশ্চিম), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়), কোষাধ্যক্ষ সাহেদ সাব্বির ( সাপ্তাহিক গণবার্তা), দফতর সম্পাদক মোহাম্মদ ছালাহ উদ্দিন (দৈনিক খবর পত্র, সাপ্তাহিক ফেনীর রবি), প্রচার সম্পাদক গাজী হানিফ ( সাপ্তাহিক ফেনীর ডাক ), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন (সোনাগাজী টাইমস্)
নির্বাহী সদস্য ওবায়দুল হক( সাপ্তাহিক জনপ্রিয়) সৈয়দ মনির আহমদ ( দৈনিক ভোরের কাগজ) ওমর ফারুক ( দৈনিক আমাদেও সময়) জহিরুল হক খান সজীব ( দৈনকি তৃতীয় মাত্রা) ও মোহাম্মদ শাকীল ( ভিশন বাংলা) । সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি আগামী ১বছরের জন্য গঠিত হল।