সোনালী ব্যাংকের শেরাটন শাখায় হলমার্ক গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির এজিএম সাইফুল হাসানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান (৫৪), প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন (৩১) ও প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম (৩৮)। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০১৩ সালের ২৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।
মামলার এজাহারে ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা গেছেন।