
হাসান আল মামুন-
হাইমচর উপজেলায় সোহাগ মাঝি ও জসিম ভ’ইয়ার উদ্যোগে চাঁদপুর জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী রোগ মুক্তি কামনায় আলগী দক্ষিন ইউনিয়নের ইব্রাহিম ভ’ইয়া বাড়ি জামে মসজিদে বাদ জুম্মায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ অক্টোবর আলগী দক্ষিন ইউনিয়নের ইব্রাহিম ভ’ইয়া বাড়ি জামে মসজিদে বাদ জুম্মায় হাজী ওচমান গনি পাটওয়ারী সুস্থতা কামনায় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আঃ রশিদ ভ’ইয়া, স্থানীয় মঈন কাজী, আবুল খায়ের ভ’ইয়া, আমিনুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ রুবেল ভ’ইয়া, মিলটন, লিটন ভ’ইয়া, জুয়েল মাঝি, মাসুদ ভ’ইয়া, মহন মাঝি, রিপন মাঝি, মজিব ভ’ইয়া, সাদ্দাম মাঝিসহ স্থানীয় মুসল্লিরা । দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইব্রাহিম ভুইয়া জামে মসজিদের খতিব মোঃ আল আমিন। উল্লেখ্যযে আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী হার্ডের রোগে ঢাকা বার্ডেন হাসপাতালে ইব্রাহিম ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতায় সকলের দোয়া কামান করছেন।