আমেরিকায় বসবাসরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রবাসীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক্’-এর সভাপতি কাজী এনামুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসানকে সৌদিআরবের জেদ্দা বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে আমরা চৌদ্দগ্রাম প্রবাসী ও ৯৪’ ব্যাচের সদস্যরা। পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে শুক্রবার(১২ জানুয়ারি) দুপুরে আমেরিকা থেকে তাঁরা জেদ্দায় পৌঁছান। সংবর্ধনা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদিআরবের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহ আলম, আবদুল কাইয়ুম, চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তানের সভাপতি এম এ হাশেম, প্রবাসী মোঃ নয়ন, এয়াকুব উল্লাহ, মোঃ লিটন, মোঃ মাসুদ, আবুল খায়ের প্রমুখ।
সংবর্ধিত কাজী এনামুল হক ও কামরুল হাসান বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রবাসীর আয়ে পরিবার-পরিজনের সুন্দরভাবে জীবন চলে। আমরা সরকারের কাছে এনআইডি কার্ডের মত প্রবাসীদের আলাদা আইডি কার্ড করে বাড়তি সুযোগ সুবিধা দেয়ার দাবি জানাচ্ছি’।