সৌদিআরবে স্ট্রকে রেমিটেন্সযোদ্ধা মোঃ আইয়ুব আলীর(২৮) মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মরহুম আবু ভেন্ডারের বড় ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মরহুমের আত্মীয়, একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন ভুঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে জীবিকার তাগিদে আইয়ুব আলী সৌদিআরব পাড়ি জমান। সেখানে চাকরি করে সুন্দরভাবে চলছিল তাঁর জীবন। আইয়ুব আলীর উপার্জিত অর্থে দেশে থাকা পরিবারের সদস্যদের জীবনও ভালোভাবে চলছিল। বুধবার গভীর রাতে ডিউটি শেষ করে রিয়াদে নিজের রুমে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।