সংবাদ বিজ্ঞপ্তি:- সৌদি আরবের রাজধানী রিয়াদের এস্তেরাহ আল মারওয়ার হল রুমে ২২শে মার্চ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ৪র্থ বর্ষপূর্তি, ৫ম বর্ষে পদার্পন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নুরুল আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা জেড ইউ সাঈদ (সিআইপি), ফোরামের উপদেষ্টা এম এ জলিল রাজা, উপদেষ্টা আবদুস সালাম কিরণ, প্রধান পৃষ্ঠপোষক মোতাহার হোসেন লিটন, পৃষ্ঠপোষক খুরশীদ আলম তপন, পৃষ্ঠপোষক আবুল কাশেম, পৃষ্ঠপোষক আবদুল কুদ্দুস, বৃহত্তর নোয়াখালী এস্যোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান নিটুল, আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব ডাঃ শাহ আলম, এডভোকেট ছিদ্দিকুর রহমান এমরান, এম আর মাহবুব, মিজানুর রহমান কমল, কৃষিবিদ শামীম আবেদিন, শরীফ হোসেন খান, ইঞ্জিনিয়ার মোঃ কাউছার, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি আবদুল আউয়াল, সহ সভাপতি আবদুল্লাহ ফারুক, দিলওয়ার হোসাইন, আবদুল আহাদ নয়ন, জসিম উদ্দিন রানা, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ভূঁইয়া, রুবিনা সুলতানা, এলমিছ ফাতেমা চৌধুরী, মাওলানা ওমর ফারুক, তর্থ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের কার্যক্রম ফেনী সহ সারা বাংলাদেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে, এর ধারাবাহিকতা বজায় রাখতে এবং কার্যক্রম প্রসারিত করতে শুধু রিয়াদ নয়, সৌদি আরবের সকল প্রদেশে সাব কমিটি করে কার্যক্রম ত্বরান্বিত করা হবে। শুধু ফেনী জেলায় নয় সারা বাংলাদেশে মানব কল্যাণে কাজ করার প্রস্তুতি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মহি উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, আল খারিজ কমিউনিটি ব্যক্তিত্ব জিয়াউর রহমান, ফেনী প্রবাসী ফোরামের সহ সভাপতি খায়রুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরাজী, অর্থ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ দুলাল, সমাজ কল্যাণ সম্পাদক বেলাল হোসাইন, ক্রিড়া সম্পাদক মোহন খান, সহ ক্রিড়া সম্পাদক নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল করিম, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক নেজাম উদ্দিন, ফজলুল হক শেখ সহ ফোরামের সদস্য শুভাকাংখী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
চতুর্থ বর্ষপূর্তিতে সমাজ সেবায় বিশেষ ভাবে অবদান রাখায় ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম ও অন্যতম উপদেষ্টা জেড ইউ সাঈদী (সিআইপি) কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চতুর্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পন কেক কেটে উৎযাপন করাহয় এবং ডুকুমেন্টরীর মাধ্যমে ফোরামের কার্যক্রম তুলেধরা হয়।
অনুষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্প করে প্রবাসীদের চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশী মালিকানাধীন হাসপাতাল ঢাকা মেডিকেল সেন্টার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন রিয়াদের সাংস্কৃতিক সংগঠন স্যাডোর শিল্পীরা এবং ক্ষুদে গানরাজ সেরা দশের কন্ঠ শিল্পী ইমরান।