মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী আফরোজা আক্তার প্রমির চিকিৎসা সহযোগিতার আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমত উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শিক্ষানুরাগী আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য খায়েজ আহম্মদ, লক্ষীয়ারা আল-হেরা একাডেমীর অধক্ষ এম জাহাঙ্গীর আলম, মাসুদ পারভেজ, দৈনিক ফেনীর সময়”র ডেস্ক ইনচার্জ আরিফ আজম, আবিদুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে প্রধান অতিথি কাতার প্রবাসী মুহাম্মদ ইয়াকুব আলী বাহাদুর, জমির উদ্দিন শিমুল ও কাতারস্থ সবজি মার্কেট ব্যবসায়ীদের পাঠানো ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রমির মায়ের হাতে তুলে দেন। এসময় ব্যক্তিগত তহবিল থেকে ইউপি সদস্য খায়েজ আহম্মদ ১০ হাজার টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের অনুদানের বর্তমানে স্কলায়েসিস রোগে আক্রান্ত প্রমি বিভিন্ন শারীরিক পরীক্ষা -নিরিক্ষার জন্য ঢাকা অবস্থান করছেন। তার পরিবার সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রমি জন্য দোয়া চেয়েছেন।