বাগেরহাটে রাজু শেখ (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে হত্যায় দায়ে তিন বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে আদালত ওই তিন আসামিকে ২০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।
সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন ওই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় তিনজনের মধ্যে সুমন হাওলাদার (৩০) এবং শামীম চৌধুরী (২৮) কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
নিহত স্কুলছাত্র রাজু শেখ (১৩) বাগেরহাট শহরের হরিণখানা এলাকার শেখ জামাল উদ্দিনের ছেলে এবং বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হল বাগেরহাট শহরের সরুই এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩০), নাগেরবাজার এলাকার রিপন চৌধুরীর ছেলে শামীম চৌধুরী (২৮) এবং খারদ্বার এলাকার মুন জাহের শেখের ছেলে জামাল শেখ (২৯)। জামাল শেখ পরে জামিনে ছাড়া পেয়ে পলাতক রয়েছে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌশলী কাজী মনোয়ার হোসেন বলেন, ২০০৫ সালের ২৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের পিসি কলেজের হরিণখানা এলাকায় স্কুলছাত্র রাজু শেখকে ক্লাসের তিন বন্ধু সুমন, শামীম ও জামাল মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ওই দিন রাতে বাগেরহাট মডেল থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলে তারা রাজুকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবাববন্দি দেয়।
ওই বছরের ২২ সেপ্টেম্বর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন নিহত রাজুর তিন বন্ধু সুমন, শামীম ও জামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে তিন বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শিবনাথ বালা।