মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সহকারি রেজিষ্ট্রার খন্দকার এহসান হাবীব কে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল ১৭ই ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর।
গত বছরের শুরুর দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলে আখ্যা দেওার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত হন এহসান। প্রায় এক বছর পর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করল বিশ্ববিদ্যালয়।
রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর জানান, শিক্ষার্থীদের গরু বলে কটুক্তি করা, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু এবং এদেশের স্বাধীনতনাকে কটুক্তি করার অভিযোগে এহসান হাবীবকে স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এব্যাপারে এহসান হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই সিদ্ধান্তের ব্যাপারে অবগত নই।