
মেধা দিয়ে, শ্রম দিয়ে, আর্তমানতার সেবা করি’ স্লোগানে ১শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে স্বপ্নফেরী- ১৫ কল্যাণ সংস্থা।
রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এসময় তিনি বলেন, “এই সংগঠন অল্প কয়েকদিন পূর্বে পথ চলা শুরু করে। কিন্তু ১ম থেকেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠন। মেধাবী শিক্ষার্থীরা এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি।”
বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, সংগঠনের সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আশিক, সম্পাদক মামুন, যুগ্ম সম্পাদক শিহাব, কোষাধ্যক্ষ পারভেজ, সহ-কোষাধ্যক্ষ চপল, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ সাত্তার, সহকারি শিক্ষক আঃ সোবহান, প্রাথমিক শিক্ষক আঃ মজিদ, রবিউল হাসান, আঃ রাজ্জাক, শফিকুল ইসলাম, আমান, আশাদুল, আজিজুল, সোহেল প্রমূখ।