
মো.নাজমুল হাসান নাহিদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।।
স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিলশুখা ভবানিপুরের সড়কটি।এখন সড়কটিতে পিকেট দিয়ে চলছে সাধারন মানুষের চলাচল।রাতের অন্ধকারে চলাচলের সময় যে কোন সময় ঘটছে বিভিন্ন দুর্ঘটনা।এলাকাবাসি জানায় যে নির্বাচনের সময় সকল প্রতিনিধি এসে আশ্বাস দেন সড়কটির কাজ করার।কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর তাদের আর দেখা যায় না সহজে।এভাবেই চলছে সড়কটির কাজ।আর এইদিকে ইউপি চেয়ারম্যান বলেন খুব দ্রুত কাজ শুরু করা হবে সড়কটির।আর সাধারন জনগনের একটাই দাবি যেন খুব দ্রুত সড়কটির কাজ শুরু করা হয়।
Please follow and like us: