তুমি নাকি এক দুষ্প্রাপ্য, সোনার হরিণ কোনো?
নাম জানিনা, ধাম জানিনা তবুও খুঁজি কেনো?
তারা বলে তুমি মুক্ত পাখি, খোলা ঐ আসমানে,
তাই ভাবি আজ, কি করে তারা তোমার খবর জানে?
না দেখেছে, না বুঝেছে না জানে তোমার রূপ
কি করে তারা বলে এইসব, জানতে ইচ্ছা জাগে খুব!
তুমি নাকি হে, লাখো বাঙ্গালীর রক্তে পাওয়া প্রতিদান
রাখতে কি মোরা পেরেছি একটুও তোমার সেই মান?
বাংলায় রবো, বাংলায় কবো, বাংলায় হবো শেষ
এছাড়া জানিনা আর কি আমরা চাইতে পারি,
ও আমার বাংলাদেশ।
অবাক লাগে কবে সেই পাখি বন্দি হলো খাচায়?
আছে কি কেউ আবার সেই পাখিটিকে তারা বাঁচায়?
ঘাতকের থাবায়, লোভীদের পালায় সে পাখি যে আজ ক্লান্ত
হয়ত আর বেশিদিন সে থাকবেনা হায় জীবন্ত।
কে কবে হায়, থাকিতে চায় একটি খাচায় বন্দি?
স্বাধীনতা আজ সবার প্রাপ্য এটাই যে দেয় শান্তি।
– সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জাগ্রত হোন সকলেই। মুক্ত করুণ স্বাধীনতা কে। 🙂
Please follow and like us: