বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধ নিয়ে স্বামী ও স্ত্রীকে মারধর করে দাঁত ভেঙ্গে দেয়া মামলার প্রধান আসামী আবু আলম প্যাদাকে গ্রেফতার করায় তার নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের আবু আলম প্যাদার সাথে জমি নিয়ে জালাল হাওলাদারের বিরোধ চলছিল। ওই বিরোধীয় জমি গত ৬জানুয়ারী জালাল হাওলাদার কাজ করতে গেলে বাধা দেয় আবু আলম প্যাদা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় আবু আলম প্যাদা, তার গাঁজা সেবী ছেলে কায়েদি আজম জালাল ও তার স্ত্রী মোর্শেদা আক্তার নাজমাকে কোদাঁল দিয়ে মারধর করে জালালের দাঁত ভেঙ্গে ফেলে দেয়। এ ঘটনায় মোর্শেদা আক্তার নাজমা বাদী হয়ে আবু আলম প্যাদাকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার প্রধান আসামী আবু আলম প্যাদাকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন ভালুকশী থেকে গ্রেফতার করে। ওই দিন রাতেই তার নিজ এলাকা বড় বাশাইল হাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।