মুফিজুর রহমান নাহিদ সিলেট প্রতিনিধিঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমেদ বলেছেন,- সড়ক দুর্ঘটনারোধে নিসচার নেতৃবৃন্দ সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আমাদের ট্রাফিক বিভাগ থেকে প্রতিমাসে চালক হেলপারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি সোমবার (০৮ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ট্রাফিক ইন্সপেক্টর শেখ গোলাম মুর্শেদ খইরুন্নাহ, হাবিবুর রহমান, উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, শেখ তোফায়েল আহমদ শেপুল।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নারী নেত্রী মাহমুদা নাজিম রুবি, জেলা শাখার সহ সভাপতি আব্দুর রহমান, কবির আহমদ খান, রুবো, জেলা শাখা সহ সাধারণ সম্পাদক মো. ইমতিয়ার হোসেন আরাফাত, ফুরকান আহমদ তালুকদার, মোঃ শেফুল মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম রফিক, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী মুহিবুর রহমান, প্রকাশণা সম্পাদক মোঃ মহি উদ্দিন খালেদ, সাংস্কৃতিক সম্পাদক রকি দেব, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাজনিন আশা, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রেজা, সদস্য অছিউর রহমান অছি, মো. মনিরুল ইসলাম, আফজল হোসেন, মো. বাবরুল হোসেন বাবুল, আব্দুর রহমান শুভ, জিলাল আহমদ উসমানী, সতিশ রুদ্র পাল, জয়নুল ইসলাম, রুহুল আমিন, মো. হাবিব উলাহ, মো. সামাদুল ইসলাম, এ.কে আজাদ ফাহিম, আব্দুল মুমিন সুমন, মো. শাকিম আহমদ, কাজী আবুল হাসনাত আকাশ, মো. আব্দুল কাইয়ূম, কবির আহমদ দিলু, আমিনা খাতুন সুমা প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।