নয়া আলো-
বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সভাপতি এবং ধানমন্ডিস্থ সোবহানবাগ মসজিদের সভাপতি ও মোতাওয়াল্লী আলমগীর মো: আদেল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “প্রখ্যাত ক্রীড়া সংগঠক আলমগীর মো: আদেল এর মৃত্যুতে দেশের ক্রীড়ামোদি ও ক্রীড়ানুরাগী মানুষের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। হকি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনকালে হকি খেলার মানোন্নয়নে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি একজন পরহেজগার ও ঈমানদার ব্যক্তি হিসেবেও এলাকায় অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়া জগতে এক অপূরণীয় ক্ষতি।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সভাপতি আলমগীর মো: আদেল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বনামধন্য ক্রীড়া সংগঠক ও হকি ফেডারেশনের সাবেক সভাপতি আলমগীর মো: আদেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুম আলমগীর মো: আদেল দেশের ক্রীড়া জগতের এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন গুণী ক্রীড়া সংগঠককে হারালো, যার শুণ্যস্থান সহজে পূরণ সম্ভব নয়। বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।