
শাখাওয়াত হোসেন : ফুলগাজী উপজেলার দেড়পাড়া গ্রামের হতদরিদ্র মিয়া চানের একমাত্র সহায়সম্বল তার এই বসতঘর। ছিল তার সামান্য সম্বল ৫০-৬০ হাজার টাকার (আনুমানিক) আসবাবপত্র সহ ১ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আবুল কালাম নামে স্থানীয় ব্যবসায়ী জানান মিয়া অত্যন্ত হতদরিদ্র মাানুষ, সহায় সম্বল বলতে তার এই বসতঘর ছাড়া আর কিছু নেই।ফুলগাজী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ আবুল কালেম মোল্লা জানান বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।রাতেই ঘটনাটি সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম ও নির্বাহী অফিসার কিসিন্জার চাকমাকে অবহিত করেন।
“মিয়া চানকে সহযোগীতার আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার ”
ফুলগাজীর দেড়পাড়া গ্রামের বসতঘর আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরের মালিক হতদরিদ্র মিয়া চানকে সহযোগীতার আশ্বাস দেন উপজেলা আবদুল আলীম ও উপজেলা নির্বাহী অফিসার কিসিন্জার চাকমা। শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মিয়া চানের বসতঘর দেখতে যান।এসময়ে উপজেলা চেয়ারম্যান মিয়া চানকে নগদ ২ হাজার টাকা, ২টি শাড়ী ও ২টি লুঙ্গী প্রদান করেন এবং ৩০ কেজি করে ভিজিডি চাল ও একবান ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম,বিআরডিবির কর্মকর্তা গোলাম মোস্তফা, ফুলগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান আলী বিএসসি, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাখা,দৈনিক স্টার লাইনের ফুলগাজী প্রতিনিধি কবির আহমেদ নাছির প্রমুখ।