নয়া আলো-
একই কায়দায় একের পর এক পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ বাঁচতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। গতকাল বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, এটা তো প্রধানমন্ত্রী তার বক্তব্যেও বলেছেন, পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই হত্যাকাণ্ড। বিশেষ করে যারা ব্লগার বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের ওপর আঘাতটা আসছে। সরকার এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে। কারণ সরকার কাউকে সন্দেহের ওপর আক্রমণ করেনি। সরকার আইনি প্রক্রিয়া নিয়ে এগিয়ে চলছে। কেউ বাঁচতে পারবে না। সরকার রাষ্ট্র পরিচালনায় নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএনপি-জামায়াতের প্রতি হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিচ্ছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, বিএনপি তো এখন ক্ষমতায় নেই। তারপরও কিন্তু তারা সময় দেয় না রাজনীতিতে। মাঝে মাঝে আসে, একদিন দুইদিন কথা কয়, তারপর আবার দুই চার মাসেও কোনো খবর নাই। সরকারের কিসের ব্যর্থতা? বিএনপিকেই তো খুঁজে পাওয়া যায় না তাহলে সরকারের ব্যর্থতা কোথা থেকে আসবে? আওয়ামী লীগে কি ওলামা লীগ বলে কোনো সংগঠন আছে কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আমাদের দলের পক্ষে জয়েন সেক্রেটারি এটা ক্লিয়ার করে দিয়েছেন। ওলামা লীগ আমাদের সহযোগী সংগঠন না। তারপরও ওলামা লীগ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে এটার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের বিষয়। এখন অনেকেই তো আওয়ামী লীগের নাম ব্যবহার করে। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। বর্তমান ঠিকানায় নতুন ভবন নির্মাণ করা হবে বিধায় সেখান থেকে ৩০শে মে’র মধ্যে দলটির সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। এ বছরের সেপ্টেম্বর মাসে কার্যালয়টির নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি। গত ৬ই এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নতুন এই ভবনের নকশা অনুমোদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সৈয়দ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন প্রমুখ।