ময়মনসিংহের ত্রিশালে রমজান হত্যা ও ডাকাতি মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এ রায় দিয়েছেন।
পুলিশ জানায়, ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর ত্রিশালের গন্ডখোলা গ্রামের রমজান আলীর বাড়িতে ডাকাতি করে ফেরার সময় এলাকাবাসী তাদের ঘেরাও করলে ডাকাতদল গুলি ছুঁড়ে চলে যায়। এ সময় গুলিতে রমজান আলী মারা যান।
মামলার তদন্ত শেষে আদালতে ১০ জনের নামে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্যগ্রহণ শেষে নাজিরুল, আওয়াল মেম্বার, সুমন, হুমায়ুন, আলমগীর, বাতেন, সিরাজুল ও জিয়াউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
Please follow and like us: