হয়নি বলা মনের কথা
রুমানা আক্তার রত্না
দিনের পরে দিন কাটছে
তোমার স্মৃতি মনে,
হয়নি বলা যে কথাটি
অনেক কথার ভীড়ে!
তুমি আমার হৃদয় জুড়ে
সুখের আবেশ ছিলে।
হয়তো আমার স্মৃতি গুলো
গেছো তুমি ভুলে,
আমার কথা হয়তো তোমার
আর পরেনা মনে!
বসন্ত হয়ে এসেছিলে
হৃদয়েরি কোণে,
আষাঢ় শুধু রেখে গেলে
আমার নয়ন ডরে!
তোমার জন্য তবুও কেনো
আমার হৃদয় পোড়ে?
সেই কবেই তুমি চলে গেছো
আমায় রেখে দূরে।
হয়নি বলা যে কথাটি
অনেক কথার ভীড়ে,
সেই কথাটি লুকানো থাকুক
আমার অবুঝ মনে।
Please follow and like us: