বিতর্কিত অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই ‘খ্যাতি’ অর্জন করেছেন পুনম পাণ্ডে। টুইটারে পোস্ট করা তার বিভিন্ন ছবিতে রয়েছে উষ্ণতার আঁচ। কিন্তু এবারে নিজের চেনা ‘মাঠ’ থেকে বেরিয়ে আসছেন পুনম পাণ্ডে।
সম্প্রতি পুনম বলেছেন, আমি মুম্বাইয়ে ছিলাম। সেই সময়ে একজন পরিচালক আমাকে ফোন করেন। একটি স্ক্রিপ্ট শোনানোর জন্য সময় চান। এর পরে ওর গল্প শোনার পরে আমি সেই দিনই সম্মতি জানাই।
পুনম বলেছেন, একটি হরর ছবিতে অভিনয় করতে চলেছি। খুব শীঘ্রই শুটিং শুরু হবে।
তবে ছবির নাম বা পরিচালক সম্পর্কে বিস্তারিত জানাননি পুনম পাণ্ডে।
Please follow and like us: