
সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও হরিণ শিকার করে সেই হরিণের মাংস বাজারের রাস্তায় প্রকাশ্যে বিক্রি করাকালীন দুই পাচারকারীকে আটক করেছে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ছয় কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় বন আইনে একটি মামলা দায়ের পূর্বক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার এলাকা থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও তাদের ব্যবহৃত এমা ব্র্যান্ডের একখানা ১০০ সিসি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসমত সরদারের ছেলে সওকত আলী সরদার (৩৭) এবং রামপালের চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী (৩৯)। তারা গিলেতলা বাজারে মাংস বিক্রির চেষ্টা করছিল বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us: