
দ্বিতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী একযোগে দিত্বীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ পর্যায়ে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ২২ হাজার ৯৬টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েছেন, হরিপুর উপজেলার ৪০০টি ঘর’সহ জেলাতে এই দিনে মোট ১৮শ পাঁচটি ঘর উদ্বোধন করা হবে। যার প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয় ১লাখ ৯০ হাজার টাকা। আর কাজ চলমান বাকি ঘড়গুলোর কাজ শেষ হলে সময়মত উদ্বোধনের উদ্যোগ গ্রহন করা হবে। আমরা মনে করি প্রতিটি গৃহহীন পরিবার তাদের আবাসস্থল হিসেবে ঘরগুলো বরাদ্দ পাবেন। এতে গৃহহীনরা অনেকটাই সাচ্ছন্দে জীবনযাপন করবেন৷
এসময় উপস্থিতি ছিলেন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সফিকুল আজম চৌধুরী(সুজা), সহসভাপতি নগেন্দ্র রাম দাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
Please follow and like us: