
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভাতুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় কাঠালডাঙ্গী হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাতুরিয়া ইউনিয়নে কৃষকদলের সভাপতি মুকুল হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু নাসের,সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা পারভিন, হরিপুর ইপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক এ্যাড.ইব্রাহিম, হরিপুর কৃষকদলের সভাপতি হাফিক উদ্দিন, সম্পাদক শনীয়ত উল্লাহ, ভাতুরিয়া ইউনিয়ন কৃষকদলের সম্পাদক সোহাগ আলী ও ইউনিয়ন সভাপতি মনোয়া হোসেন প্রমুখ্য ।
Please follow and like us: