
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে পড়ে আবু রায়হান আনসারী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১১ টায় রহমতপুর গ্রামের রবিউলের বাড়ির সামনের পুকুরে। জানাযায় সহপাঠিদের সাথে সকালে পুকুর পাড়ে সে খেলতে গিয়েছিল। এ সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন পুকুরে খোজা খুঁজি করে তার মৃত দেহ উদ্ধার করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শণ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
Please follow and like us: