
মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপি বই মেলার শুভ উদ্ধাধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পরিষদ চত্বরে বই মেলার শুভ উদ্ভোদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল। উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, আ,লীগ সম্পাদক এস এম আলমগীর, কৃষি অফিসার রুবেল হুসেন, বীর মুক্তিযাদ্ধা নগেন কুমার পাল প্রমুখ। মেলায় ২২টি স্টল অংশ গ্রহণ করেন। বই মেলার প্রথম দিন স্টল গুলোতে ছাত্র-ছাত্রীদের ও সর্ব সাধারণের বই কিনতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।
Please follow and like us: