
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের উদ্যোগে চলমান করোনা প্রতিরোধে হাট-বাজার, পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করা হয়। আজ ১১ই জুন শুক্রবার থানা তদন্ত অফিসার মোঃ আমিরুল ইসলাম এর নির্দেশে পুলিশের গাড়ি নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে জনগণের সচেতনতা বৃদ্ধি’সহ মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় থানা পুলিশের বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে তদন্ত অফিসার আমিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে করোনা প্রতিরোধে উপজেলার প্রায় সকল স্থানে এ অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় কঠিন এ সময়ে জনস্বার্থে এ কার্যক্রম চলবে।