
মোঃ হাসান আল মামুন-
হাইমচর উপজেলার ডেলের বাজার থেকে চরভৈরবী পর্যন্ত রিং বাদ রাস্তাটি বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে ডাঃ দিপু মনি’র প্রতিশ্রুতিতে হাইমচর রাস্তার কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে।
গতকাল ২৪ অক্টোবর সকাল ১১টায় রাস্তাটি পরিদর্শন করতে আসেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি, আরটি আইপি-২ প্রকল্পের ডেপুটি টিম লিডার( ডিটিএল) জনাব মোঃ আলতাফ হোসেন। তিনি ডেলের বাজার থেকে শুরু করে চরভৈরবী পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন আমরা যাচাই বাচাই করার জন্য রাস্তাটির পরিদর্শন করতে এসেছি। এখান থেকে গিয়ে আমার রিপোর্টের ভিত্তিতে আপনাদের রাস্তার কাজ শুরু হবে। রাস্তাটি প্রশস্ত হলে জনগনের যাতায়াত ও জায়গা জমিনের উন্নয়ন হবে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর বাসীর দীর্ঘদিনের দাবী এ রাস্তাটির উন্নয়ন করা। মাননীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতি দেওয়া ডেলের বাজার থেকে চরভৈরবী পর্যন্ত রাস্তাটির উন্নয়ন করা। সে লক্ষে ২৪ পিট প্রশস্ত ১৮ পিট পাকাকরন এ রাস্তাটি নির্মান হলে হাইমচর উপজেলার সর্বস্তরের জনগনের উপকার হবে এবং ফেরিঘাট থেকে সরাসরি চরভৈরবী হয়ে লক্ষীপুর জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা হবে। রায়পুর লক্ষীপুর, চরভৈরবী থেকে হরিনা ফেরিঘাট হয়ে দক্ষিন অঞ্চলের সাথে অল্প সময়ের মধ্যে জনগন যোগাযোগ করতে পারবে। তাই রাস্তাটি অনেক গুরুত্ব বহন করে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০১৭ এর মধ্যে রাস্তাটির কাজ সম্পন্য হবে। তাই আমি হাইমচর উপজেলার চেয়ারম্যান হিসেবে উপজেলার প্রত্যেকটি নাগরিকের কাছে জনস্বার্থে এ কাজটি বাস্তবায়ন করার জন্য সার্বিক ভাবে সহযোগীতা কামনা করছি। আরও উপস্থিত ছিলেন চাঁদপুর নির্বাহি প্রকৌশলি এলজিডি জিএম মজিবুর রহমান, উপজেলা সিনিঃ উপসহকারি প্রকৌশলি আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার ডাঃ হাফেজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলমপ্রমুখ।