
হাইমচর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে হাইমচর উপজেলা জমিয়তে হিজবুল্লাহ’র আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭মে’ বেলা ১০টায় প্লেকার্ড, ফেষ্টুন নিয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্নাঢ্য আনন্দ র্যালী হাইমচর দারুচ্ছুন্নত ছালেহিয়া দীনিয়া মাদরাসা মাঠ হতে বের হয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলগী বাজার জামে মসজিদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রমজানের গুরুত্ব তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। আলোচনা সভায় উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ খাজা আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র হিজবুল্লাহ’র সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সাধারন সম্পাদক মাওঃ মোঃ ইউসুফ, চাঁদপুর জেলা যুব হিজবুল্লাহ’র সাবেক সাধারন সম্পাদক মাওঃ মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় ছাত্র হিজবুল্লাহ’র সহ-সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম, হাইমচর দীনিয়া মাদরাসার মুহতামিম মোহাম্মদ আলি সুমন, চরপৗড়ামুখি দারুচ্ছুন্নত মাদরাসা মুহতামিম মাওঃ মোঃ কাউসার, উপজেলা ছাত্র হিজবুল্লাহ সাবেক সভাপতি মাওঃ মোঃ আঃরহমান, উপজেলা ছাত্র হিজবুল্লাহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।