হাসান আল মামুন
চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গত ১২ জানুয়ারি শুক্রবার সন্ধা ৭টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও আ’লীগ নেতা মোঃ আতিকুর রহমান পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর স্বপে¥র সোনার বাংলা গড়তে হলে জঙ্গীবাদ, দূর্নীতি, বাল্যবিবাহ প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে যুবসমাজকে লড়াই করতে হবে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই আজ বিশ্বের মাঝে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় হাইমচরের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া সংস্থার মাধ্যমে খেধুলাকে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য সবুজ পাটওয়ারীর সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগ নেতা মোঃ কবির হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, যুবলীগ নেতা নাজিউর রহমান গাজি, নোয়াব মোল্লা, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল। সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাউছার মেম্বার, সোহেল পাটওয়ারী, সোহাগ মাঝি, পলাশ শিকদার, হাফেজ ছৈয়াল, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজন, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ মামুন। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন শ্রী লক্ষন চন্দ্র ও মজিবুর রহমান।