
হাসান আল মামুন-
হাইমচর উপজেলায় ঐতিহ্যবাহি দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থীদের পরিক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন বর্তমান আ’লীগ সরকার শিক্ষাকে সর্বাধিকার গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষার মানউন্নয়নে মেয়েদের উপবৃত্তি, বইসহ নানান সামগ্রী প্রদান করছেন। তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা জেএসসিতে ভাল ভাবে লেখা পড়া করে প্রতিষ্ঠিত হয়ে হাইমচরের উন্নয়নে কাজ করবে। তিনি আরও বলেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাবে তাদের প্রত্যেককে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ৫হাজার টাকার পুরুস্কার ও সনদ পত্র প্রদান করা হবে। এ ছাড়া প্রত্যেক শ্রেনীর ১ম,২য়এবং ৩য় স্থান অর্জন কারিদের জানুয়ারী মাসে অনুষ্ঠানের মাধ্যমে ডাঃ দিপু মনির মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হবে। তাই তোমরা এখন থেকেই পুরুস্কার অর্জনের জন্য পরিশ্রম করে কঠোর অনুশীলনী চালিয়ে যাও।
গতকাল ২৬ অক্টোবর সকাল ১০টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল আমিন পাটওয়ারীর সভাপতিত্বে ওসহকারি প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের পরিচালনায় পরিক্ষার্থীদের নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি এমএ বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাজাপ্তী রমনিমহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ মোশারফ হোসেন, মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধানি শক্ষক মোঃ ইকবাল হোসেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুল আরফিন বাবলু পাটওয়ারী, আবুতাহের সরদার, শাহিন মিয়াজি, সৈয়দ আহমেদ মাষ্টার প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ নুরে আলম।