১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • হাইমচরে দূর্গাপুর উবির প্রধান ও সহকারি শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত




হাইমচরে দূর্গাপুর উবির প্রধান ও সহকারি শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০১৮, ১৯:১৪ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হাসান আল মামুনঃ- হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও কর্মাচারি বৃন্দের অবসর গ্রহন উপলক্ষে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুর হোসেন পাটওয়ারী অবসর প্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে সু-শিক্ষা প্রদান করেছেন বলেই আমি আজ প্রধান অতিথির আসনটি পেয়েছি, আপনাদের সামনে দাড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। এ বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে হাইমচরের অসংখ্য গুনিজন। আপনাদের ঋন আমরা কোন দিনও শোধ করতে পারবো না। এ বিদায় ক্ষনিকের বিদায়, এ বিদায় ছিড় বিদায় নয়। আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা যতদিন বেছে থাকবেন ততদিন সমাজের মানুষের মাঝে আপনাদের শিক্ষার আলো ছড়িয়ে দিবেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষক ও কর্মাচারি বৃন্দের বিদায় উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আঃ রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাহেদ হোসেন বেপারী। বিদায়ী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্গাপুর উচচ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন পাটওয়ারী, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল লতিফ, প্রাক্তন সহকারি শিক্ষক সৈয়দ আহমেদ। আলোচনা সভা পূর্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর হোসেন পাটওয়ারী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের ফুল দিয়ে বরন করে নেন। পরে আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদেরকে বিদায়ী সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ। এসময় উপজেলা আ’লীগের সহ সভাপতি মোঃ কাউছার মিয়াজি, এমএ বাশার, মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রাক্তন সহকারি শিক্ষক প্রদীপ কুমার দাস দেওয়ান, রতন চন্দ্র দাস, প্রাক্তন অফিস সহকারি আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা আ’লীগের সদস্য শামসুল আরফিন বাবলু, মশিউর রহমান স্বপন, ম্যানেজিং কমিটির সদস্য সরদার আবু তাহের সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET