
মোঃ হাসান আল মামুন, হাইমচর প্রতিনিধি-
আজ ২৯ অক্টোবর হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের জেলেদের মাঝে জেলে কার্ডের চাউল বিতরনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচরের জেলেরা মেঘনা নদীতে মাছ না ধরায় প্রমান করলো যে জেলেদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখেছে। তাই হাইমচরের জেলে পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মেঘনায় আগামী ২মাসের জাটকা সংরক্ষন অভিযানকালীন সময়ে জেলেদের মাঝে নগদ টাকা ও ৮০ কেজি করে চাউল বিতরনের পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরও বলেন চরভৈরবী দেড় কিলোমিটার নদীবাঁধ প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৪৮ কোটি টাকা অনুমোদন হয়েছে। আশা করি আগামী জুন জুলাইতে কাজ শুরু হবে। এছাড়া ও ডেলের বাজার থেকে চরভৈরবী বেরিবাঁধের রাস্তা প্রশস্ত ও পাকাকরন অচিরেই শুরু হবে। ডাঃ দিপু মনি’র নেতৃত্বে হাইমচরে ব্যাপক উন্নয়নের কাজ হচ্ছে। জেলেদের চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও টেক অফিসার তারিক মাহমুদ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ ভ’ট্টো মুন্সি, ইউনিয়ন আ’লীগের সভাপতি আহমেদ আলি মাষ্টার, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, দাদন প্রধানিয়া, নান্টু ভ’ইয়া, ফারবেজ হাওলাদার, আজিজ গোলদার, রুহুল আমিন মেম্বার, ইউনিয়ন আ’লীগের প্রতিনিধি আলমগীর হোসেন, মহিউদ্দিন মোল্লাপ্রমুখ।