মোঃ হাসান আল মামুন
সারা দেশের ন্যায় হাইমচর উপজেলা নীলকমল ওচমানীয়া উচ্চ বিদ্যালয়েও ১ জানুয়ারি জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত বই উৎসবে সভাপতির বক্তব্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম আল মামুন সুমন বলেন, পৃথিবীর কোন ইতিহাসে নেই একই সময় একই তারিখে কোটি কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরনের ইতিহাস। শুধু জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দ্বারাই এটা সম্ভাব হয়েছে । শিক্ষা ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে অভ’তপূর্ব উন্নয়নের ফলে আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার শপথ নিতে। বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, প্রচার সম্পাদক মোঃ মুনচুর পাটওয়ারী, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সোহরাব হোসেন টিটু, বিদ্যুৎসাহি সদস্য বিল্লাল হোসেন সোহাগসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।