
মোঃ হাসান আল মামুন
হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮ থেকে ৯শত শিক্ষার্থী থাকার কথা। সেখানে আজ মাত্র ২৫০জন শিক্ষার্থী পাঠদান করছে। সরকারি বিদ্যালয় থেকে পাস করার আনন্দই আলাদা। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকের সমস্যার কারনে শিক্ষার্থীরা স্কুল থেকে অন্যত্র চলে যাচ্ছে। যেখানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভাল রেজাল্ট করার কথা, সেখানে শিক্ষকের অভাবে তারা সু- শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে ডাঃ দিপু মনি’র মাধ্যমে শিক্ষক সংকট দুর করে সমস্যা সমাধান করা হবে। তোমরা যদি ভাল ফলাফল অর্জন করতে পারো তাহলে আমার উপজেলা পরিষদ থেকে বৃত্তি প্রদান করা হবে। তোমাদের সু- শিক্ষার জন্য সকল প্রকার সহযোগীতা নিয়ে আমি পাশে থাকবো।
গতকাল ৬ অক্টোবর হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও অতিথি শিক্ষক মোঃ শিমুল জমাদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ৩নং আলগী দক্ষিন আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ”লীগ সহ-সভাপতি এমএ বাশার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ সাত্তার গাজি, হাইমচর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলমপ্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ হুমায়ুন কবির,আঃ সবুর, শুভেন্দু কুমার বাহাদুর, শরীফ হোসেন সহ অতিথি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।