নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে ছাগলনাইয়ায় জাসদ ছাত্রলীগের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি বলেন, সম্প্রতি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেভাবে শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হচ্ছে তা খুবই লজ্জাকর বিষয়। হাই কোর্টের আদেশ অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করুন।শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তা তারা অভিযোগ বাক্সে ফেলবে। তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনামূলক সভা করে সবাইকে সচেতন করুন। এসময় তিনি নুসরাত হত্যার পেছনে জড়িত সকল আসামির দ্রুত বিচার দাবী করেন।
জাসদ ছাত্রলীগ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি আলমাস হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, পশুরাম উপজেলা জাসদের সহ-সভাপতি মোশারফ হোসেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক ভুইয়া, দপ্তর সম্পাদক ছলিম উল্যাহ ভুইয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম সোহাগ। এসময় বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।
Please follow and like us: