বাগেরহাট মোড়লগঞ্জের আলোচিত আব্দুল হাকিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ মে) সকাল ৯ টায় উপজেলার পলিটিক্সের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আব্দুল হাকিমের স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে। এ সময় তারা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খান, আবুল কালাম খান, নিহতের ভাই হারুন জোমদ্দার, আল আমিন জোমাদ্দার, নিহতের ছেলে মেহেদী হাসান, স্ত্রী মোসাঃ জামিলা বেগম, কন্যা আসমা বেগম প্রতিবেশী সালমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দার থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে পলিটিক্সের মোড়ে স্থানীয় শহীদ হাওলাদার, কবির হাওলাদার, রুমি হাওলাদার, মামুন হাওলাদার ওরফে কালাসহ একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
Please follow and like us: