
নয়া আলো ডেস্ক-
মঈন আলীর আঘাতে ২৯ রানে পরপর দুই উইকেট হারালো বাংলাদেশের। স্পিন বল মুখোমুখি হতে শুরু থেকে সমস্যা থাকলেও দুর্দান্ত কিছু স্টোকে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস। তাকে আউট করে ইংল্যান্ডের প্রথম সফলতা এনে দেন মঈন আলী। ব্যাট হাতে দলকে বাঁচানোর লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকার পর বল হাতেও সফলতা পান তিনি। নিজের প্রথম ওভারে ইমরুলবে ফিরিয়ে দেয়ার পর একই ওভারে দীর্ঘদিন পর মাঠে নামা মমিনুলকে সাজঘরে ফেরান তিনি।
এর আগে মেহদী হাসান মিরাজ সহ বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত পারফর্মেন্সে ২৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
Please follow and like us: