সোহরাফ হোসেন, বরগুনা প্রতিনিধিঃ- বরগুনা তালতলী থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার , এলাকায় বিবাহ বিচ্ছেদ , বাল্য বিবাহ নিয়ন্ত্রন, গুরুত্বপুর্ন মামলার রহস্য উদঘাটন , অপরাধ নিয়ন্ত্রন , দক্ষতা , কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামুলক আচরনের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ,মানবাধিকার জোট , বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মটর ঢাকায় ,হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠানের প্রধান অতিথি , বিচারপতি সিকদার মকবুল হক , ওসি কমলেশ এর হাতে ক্রেস্ট তুলে দেন। জানা যায় ওসি কমলেশ চন্দ্র হালদারের প্রচেষ্টায় তরুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে এবং আইনের প্রতি শ্রদ্বাশীল গড়ে তুলতে তালতলী উপজেলায় স্কুলে স্কুলে আয়োজন করা হয় দেশপ্রেম ও ক্যারিয়ারভাবনা বিষয়ক আলোচনা অনুষ্ঠান ,ও মাদকমুক্ত সমাজ গড়তে। সেই লক্ষ্যে তিনি সাংবাদিক , রাজনীতিবিদ , কমিউনিটি পুলিশিং , সাংস্কৃতিক ও ধমীয় ব্যক্তিদের সাথে মত বিনিময় শুরু করেন। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয় মত বিতিময় করেন। প্রয়োজনে অপরাধীদের আইন প্রয়োগকারীদের কাছে সোপর্দ করতে অনুরোধ জানান। অল্প সময়ের মধ্যে তিনি অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হন। ও ডিআইজি মহোদয় আগমনে মাদকসেবী ও মাদক বিক্রেতার আত্মসমর্পন করান। মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অভিযান পরিচালনা করেন। সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তিনি। মাদকের বিরুদ্বে অনেকটি মামলা সহ কিছু অপরাধী লোকদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার ব্যবস্থা করেন। নারী নির্যাতন রোধ চাদাঁ বাজী , মেয়ে দিয়ে হয়রানী মুলক মামলাসহ চলতি মৌসুমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ স্থানীয় ভাবে মীমাংশায় সহায়তা করেছে। এতে অনেকাংশে কমে আসছে জমি-জমা বিরোধ। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। সকল হত্যাকান্ডগুলি দ্রুত তদন্ত করে কোর্টে প্রেরনের জন্য সারাশি অভিযান অব্যাহত। চলতি বছরে ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করেছেন। ওসি তালতলী যোগদানের পর থেকে নানামুখী উন্নয়ন প্রচেষ্টা ও জনগনের নিরাপত্তা , তালতলী থানা একটি সু-সজ্জিত রাখার মধ্য দিয়ে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরুষ্কার অর্জন করেন ওসি।